দেশের পাইকারি বাজারকে অনলাইনে রূপান্তর করে প্রচলিত বাজারের ঝক্কি-ঝামেলা দূর করার লক্ষ্য নিয়ে কাজ করছে ইপাইকার এক্সটেন্সিভ লিমিটেড। রেজিস্ট্রার্ড অব জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড ফার্মসে (আরজেএসসি) ২০২০ সালের ২৭ ডিসেম্বর নিবন্ধন পাওয়া এই প্রতিষ্ঠানটি সব ধরনের ক্রেতাবিক্রেতার সুবিধার্থে দেশে প্রথম বাংলা ভাষায় অনলাইন মার্কেটপ্লেস চালু করে।
ডিজিটাল এই যুগে ই-কমার্স প্ল্যাটফর্ম নতুন কোনো ধারণা নয়। তবে পাইকারি বা বিটুবি ই-কমার্স সেভাবে না থাকায় ইপাইকার এই জায়গাটি নিয়ে কাজ শুরু করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প থেকে অনুদান প্রাপ্ত এই প্রতিষ্ঠান দেশের সব অঞ্চলে গুণগত মানের পণ্য উৎপাদক ও পাইকারি বিক্রেতার কাছ থেকে ন্যায্য দামে খুচরা বিক্রেতার কাছে পৌছে দিচ্ছে।
প্রতিষ্ঠানটির ডিজিটাল বিজনেস আইডেন্টিটি (ডিবিআইডি) নং- ৬১০৭১৪৭০১।
ই-কমার্স আসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সদস্য ইপাইকার। সদস্য নং -১৭৩৩